সদরপুরে সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৫ পিএম, ৪ঠা নভেম্বর ২০২৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় বর্নিল আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে একটি বর্নাঢ্য র্যালীবের হয়।
র্যালী শেষে “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আক্তার। আরও বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা মোঃ নূর এ এলাহি, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন,সদরপুর ইউসিসিএ সভাপতি রহিমা খাতুন, সমবায়ী ও সাবেক চেয়ারম্যান কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
