গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৪ এএম, ৫ই নভেম্বর ২০২৩


গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় সমবায় দিবস পালিত। ছবি: জনবাণী

জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।


শনিবার (৪ নভেম্বর) সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর প্রাঙ্গনে থেকে  র‍্যালি প্রদক্ষিণ করা হয়। শেষে নাট মন্দিরে আলোচনা সভা আয়োজন করা হয়।


উক্ত আয়োজনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড: রীনা পারভিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গাজীপুর সদর,গাজীপুর।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার, সাদ্দাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান।


জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গাজীপুর জেলা সমবায় অফিস আগের চেয়ে অনেক উন্নত। বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কারণে সমবায় অফিসের সেবা বেগবান হয়েছে।  সমবায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।


আরএক্স/