পঞ্চগড়ে মেয়রের উদ্যোগে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৩ পিএম, ৮ই নভেম্বর ২০২৩

পঞ্চগড় পৌর এলাকার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেছেন পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।
সোমবার (৬ নভেম্বর) সকালে পঞ্চগড় শহরের রাজনগরস্থ তার নিজ বাসভবনের সামনে এ সকল হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন তিনি।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩১ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার ও ৪ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।
এ সময় পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। ধারাবাহিকভাবে পর পর তিনবার ক্ষমতায় থেকে তিনি প্রতিটি সেক্টরেই উন্নয়নের অবদান রেখেছেন।
সমাজের অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আগের চেয়ে বিগত ১৫ বছরে ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধীর সংখ্যা ও অনুদানের পরিমান অনেক বেড়েছে।
তিনি আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
