স্টোকের ঝড়ো সেঞ্চুরিতে ইংলিশদের সংগ্রহ ৩৩৯
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

চলমান ওয়ানডে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা।
বুধবার (৮ নভেম্বর) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচের পুরোপুরি ফায়দা তুললো ইংলিশরা। নিজেদের অষ্টম ম্যাচে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বেন স্টোকসের সেঞ্চুরি, ডেভিড মালানের ৮৭ রান ও ক্রিস ওকসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে ইংলিশরা।
ইংল্যান্ডের ব্যাটাররা মাত্র ১৫ ওভারেই তারা তুলে নেয় দলীয় শতক। কিন্তু এরপরেই ঘটে ছন্দ পতন। ১৯২ রানেই ৬ উইকেট হারায় ইংলিশরা। এরপর সপ্তম উইকেটে জুটি গড়েন বেন স্টোকস ও ক্রিস ওকস। এই জুটি থেকে আসে ১২৯ রান। বেন স্টোকস তুলে নেন সেঞ্চুরি আর ক্রিস ওকস ডাচদের বিপক্ষে তুলে নেন অর্ধশতক।
আরও পড়ুন: ঢাকা ফিরলেন লিটন
শেষ পর্যন্ত ডেভিড মালানের ৮৭, বেন স্টোকসের ১০৮ ও ক্রিস ওকসের ৫১ রনে ভর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে ইংল্যান্ড।
জেবি/এসবি