শ্রীনগরে আগুনে পুড়ে প্রাণ গেল যুবকের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৯ই নভেম্বর ২০২৩

শ্রীনগরে বসত ঘরে অগ্নিকান্ডে ঘুমন্ত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটপাড়া গ্রামের মোড়ল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. কাউসার (২২)।
সে ওই গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র। এলাকাবাসী জানায়, গভীর রাতে টিনের ঘরে আগুন লাগার খবর শুনতে পান। এ সময় কাউসার ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকারে করে ডাকাডাকি করলেও কাউসার ঘরের ভিতর থেকে বের হতে পারেনি।
খবর পেয়ে দ্রুত শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে ঘর থেকে কাউসারের ঝলসানো মৃত দেহ উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের এসআই নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
