নানা আয়োজন ইবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩


নানা আয়োজন ইবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপিত
আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপিত। ছবি: জনবাণী

'সুশাসনের জন্য হিসাব বিজ্ঞান' প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। 


শুক্রবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ ও বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সমাপ্ত হয়। 


পরবর্তীতে সকাল ১১টায় বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির আয়োজনে অনলাইনে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বসহ ইবির শিক্ষকরাও অংশগ্রহণ করেন। 


এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন, অধ্যাপক ড. মো: মিজানূর রহমান, অধ্যাপক ড. মো: আবু সিনা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মো: আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. মো: রুহুল আমীন, অধ্যাপক ড. মো: আব্দুস সবুর, সহকারী অধ্যাপক মো: কামাল হোসেন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, সহকারী অধ্যাপক মো: শাহাবুব আলম। 


অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, একাউন্টটিং এসোসিয়েশন এটা গঠন হওয়ার পর প্রথমেই ২০২১ সালের ১০ ই নভেম্বর উদযাপিত হয়। আমরা বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে প্রথম বছরেই এর সদস্য হই। দেশে আজ সুশাসনের কথা বলা হচ্ছে। সুশাসন তখনি সম্ভব হবে যখন আমাদের হিসাব গুলো সঠিকভাবে হবে। সুশাসন প্রতিষ্ঠা হওয়ার মাধ্যম ই হচ্ছে সঠিক হিসাব। দুনিয়ার হিসাব আমাদের যেভাবে করতে বলা হয়েছে, আমরা যদি পরিপূর্ণ ভাবে সেই হিসাব গুলো করি তাহলে আমি মনে করি দেশের এই দুর্নীতি, অন্যায়, অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো থাকবে না। আজকের আন্তর্জাতিক একাউন্টিং দিবসে আমাদের লক্ষ্য হবে পরকালের কথা মাথায় রেখে সঠিক হিসাব করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 


ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, আমি খুবই আনন্দিত কারণ 'ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে' পালিত হচ্ছে। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ কর্তৃক ১০ টায় আমরা র‌্যালি দিয়ে শুরু করেছি এবং র‌্যালি সম্পন্নভাবে সফল হওয়ার পরে বিরতি নিয়েছি। তাছাড়া একাউন্টিং এসোসিয়েশনের সদস্য হতে পেরে আমরা আনন্দিত। এবারের প্রতিপাদ্য বিষয় 'একাউন্টিং ফর গুড গভর্নেন্স' আমাকে আকৃষ্ট করছে। একটা দেশে একাউন্টিং সঠিকভাবে কাজ করলে দেশ উন্নত হবে। একাউন্টিং এর সঠিকতা এসোসিয়েশন উপলব্ধি করছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কার্যকর হোক সেটাই আশা করছি।


বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল 'একাউন্টিং ফর গুড গভর্নেন্স' অর্থাৎ সুশাসনের জন্য হিসাববিজ্ঞান। দেশ ও সমাজ ব্যবস্থায় আসলে সুশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুশাসন নিশ্চিত করতে সবার আগে দেশের অর্থনৈতিক উপাদান গুলোকে যথাযথ ব্যবহার করতে এটার সঠিক মূল্যায়ন খুবই জরুরি। হিসাববিজ্ঞানের উপাদান গুলোর যে ক্যাশ বিহীন লেনদেন হচ্ছে সেগুলোর সঠিকতার জন্য হিসাববিজ্ঞানের কোন বিকল্প নাই। হিসাববিজ্ঞান এই উপাদান গুলোর সঠিকতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য জোর দেয়। সুশাসন তখনই সম্ভব যখন একটি জাতি বা দেশে একাউন্টিং সঠিকভাবে কাজ করবে।


আরএক্স/