অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছি: ভিপি প্রার্থী আবিদুল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:২২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন।
আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী উমামা ফাতেমা
আবিদুল বলেন, “আমরা চাই এই নির্বাচনকে উদযাপন করতে। অভিযোগের পথে যেতে চাই না।”
এবার ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে রয়েছেন ৪৫ জন, জিএসে ১৯ জন এবং এজিএসে ২৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অনিয়ম ধরা পড়ায় পোলিং অফিসার প্রত্যাহার
ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএসে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএসে এসএম ফরহাদ এবং এজিএসে মহিউদ্দিন খান লড়ছেন।
এ ছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে ভিপি প্রার্থী আবদুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অংশ নিচ্ছেন। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’-এর জিএস প্রার্থী মাহিন সরকার ইতিমধ্যে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেবে নির্বাচন কর্তৃপক্ষ: রিটার্নিং কর্মকর্তা
এদিকে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা; ছাত্রঅধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা; আর বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে মেঘমল্লার বসু লড়ছেন।
এএস