জয়ের ব্যাপারে আশাবাদী উমামা ফাতেমা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:১৬ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


জয়ের ব্যাপারে আশাবাদী উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা বলেছেন, তারা নিরপেক্ষ নির্বাচন চান এবং শিক্ষার্থীদের সাড়া দেখে জয়ের ব্যাপারে আশাবাদী।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেবে নির্বাচন কর্তৃপক্ষ: রিটার্নিং কর্মকর্তা


উমামা ফাতেমা বলেন, “শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন, আমরা তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”


ভোটের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “এখন পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিতে আসছেন। আমরা কোনো নেতিবাচক অবস্থানে নেই কিংবা ফলাফল বর্জনের মতো কোনো সিদ্ধান্তে যাব না। আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং তার ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হোক।”


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অনিয়ম ধরা পড়ায় পোলিং অফিসার প্রত্যাহার


প্রসঙ্গত, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।


এদিকে, নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ব্যবস্থা বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।


এএস