ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী আবিদুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন।
আবিদুল ইসলাম খান জানান, এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও একটি অভিযোগেরও সমাধান হয়নি। তিনি বলেন, “ধৈর্য ধারণ করা হয়েছে, তবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যদি ভোট কারচুপির চেষ্টা হয়, সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।” একই সঙ্গে তিনি সাইবার হামলা, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ফল ঘোষণা সম্পর্কে যা জানা গেল
এদিন বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থকরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেয়। এসময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে ছাত্রদল সমর্থিত মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত বলেন, অনাবাসিক নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এক হতে পারে না।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের শুরু হয়েছে ভোটগণনা
অন্যদিকে, একই দিন বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। তিনি অভিযোগ করেন, আগে থেকে পূরণ করা ব্যালট ও বিভিন্ন জালিয়াতির মাধ্যমে নির্বাচনে কারচুপি চলছে।
তাহমিনা আক্তার বলেন, “আমি প্রহসনের এই নির্বাচন বর্জন করছি। একই সঙ্গে শিবিরপন্থী প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ, ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”
আরও পড়ুন: ঢাবির প্রবেশমুখে বাড়ছে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি
তাহমিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। জুলাই গণঅভ্যুত্থান ও নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এএস