ডাকসু নির্বাচন
সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে ফরহাদ স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার একটি স্ট্যাটাস উদ্ধৃত করেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব, ফেসবুকে গুজবের ঝড়
সেখানে উল্লেখ করা হয়, নির্বাচনে অনিয়মের প্রমাণ হিসেবে বারবার সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট দলের নাটকীয়তা ব্যর্থ হওয়ার পর শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় সেই ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
আনিকা তাহসিন হাফসা তার পোস্টে লিখেছেন, ব্যালট পেপারে আগে থেকেই চিহ্ন দিয়ে রাখার অভিযোগ যারা তুলছেন, তাদের উদ্দেশে বলতে চাই, আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। প্রমাণ ছাড়া কোনো অভিযোগ প্রচার করিনি। তবে এই একটি ঘটনার কারণে যদি রোকেয়া হলের চার হাজার ভোট নিয়ে প্রশ্ন ওঠে, তবে এর বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেব।
আরও পড়ুন: আবেগঘন ফেসবুক পোস্ট করলেন টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ
ডাকসু নির্বাচনে বিভিন্ন অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার অভিযোগকে গুরুতর বিষয় হিসেবে দেখছেন প্রার্থীরা। এখন দেখার বিষয়, এ নিয়ে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়।
এএস