বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলাকালীনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত জানান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা লিখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।”
আরও পড়ুন: ১০ হলের ফলাফল: আবিদের চেয়ে ৪৫২৩ ভোটে এগিয়ে সাদিক কায়েম
তিনি আরও দাবি করেন, এ নির্বাচন ছিল “সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।”
তার ভাষায়, “৫ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
আরও পড়ুন: ৯ হলের ফলাফল: সাদিক কায়েমের ৯৭৫৭, আবিদের ৪০৬৪ ভোট
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অংশ নেন। তবে ভোটগ্রহণ চলাকালীন ও ফলাফল ঘোষণার পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে।
এএস