১০ হলের ফলাফল: আবিদের চেয়ে ৪৫২৩ ভোটে এগিয়ে সাদিক কায়েম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৮ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


১০ হলের ফলাফল: আবিদের চেয়ে ৪৫২৩ ভোটে এগিয়ে সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১০টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।


ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম মোট ৮ হাজার ৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩ হাজার ৮৩৪ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৩।


আরও পড়ুন: ৯ হলের ফলাফল: সাদিক কায়েমের ৯৭৫৭, আবিদের ৪০৬৪ ভোট


কোন হলে কে কত ভোট পেয়েছেন তা-ও প্রকাশ করা হয়েছে। অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদুল পেয়েছেন ১৪১ ভোট। সুফিয়া কামাল হলে সাদিকের ভোট ১,২৭০, আর আবিদের ৪২৩। ফজলুল হক মুসলিম হলে সাদিকের ভোট ৮৪১, আবিদের ১৮১। শহীদুল্লাহ হলে সাদিকের ভোট ৯৬৬ এবং আবিদের ১৯৯।


শামসুন নাহার হলে সাদিক কায়েম পেয়েছেন ১,১১৪ ভোট, আবিদুল পেয়েছেন ৪৩৪। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক পেয়েছেন ৮৪১ ভোট, আবিদুল ১৮১। রোকেয়া হলে সাদিকের ভোট ১,৪৭২, আবিদুলের ৫৭৫।


আরও পড়ুন: জগন্নাথ হলে ভরাডুবি সাদিক কায়েমের, পেলেন মাত্র ১০ ভোট


তবে জগন্নাথ হলে উল্টো চিত্র দেখা যায়। এখানে আবিদুল ইসলাম খান ১,২৭৬ ভোট পেয়ে এগিয়ে থাকলেও সাদিক পেয়েছেন মাত্র ১০ ভোট। সার্জেন্ট জহুরুল হক হলে সাদিক পেয়েছেন ৮৯৬ ভোট, আবিদুল ৩১৪। আর এসএম হলে সাদিকের ভোট ৩০৩, আবিদের ১১০।


মোট ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১০টি হলে সাদিক কায়েম এগিয়ে থাকলেও জগন্নাথ হলে ভরাডুবি করেছেন তিনি। তবুও সার্বিকভাবে তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন।


এএস