ডাকসু নির্বাচন
জগন্নাথ হলে ভরাডুবি সাদিক কায়েমের, পেলেন মাত্র ১০ ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ভোটে ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে হোঁচট খেয়েছেন তিনি।
ঘোষিত ফলাফল অনুযায়ী- জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলের ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলে সাদিক কায়েম বড় ব্যবধানে বিজয়ী হলেও জগন্নাথ হলে তার প্রাপ্ত ভোট মাত্র ১০। সেখানে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।
আরও পড়ুন: ৬ হলে ভিপি পদে বড় জয় শিবির সমর্থিত সাদিক কায়েমের
রাত ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৭ হাজার ৮৬ ভোট পেয়েছেন সাদিক কায়েম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩ হাজার ৬৫ ভোট।
এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের আগেই অনুমান করেছিলাম। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। এই প্রহসন মেনে নেওয়া যায় না।”
আরও পড়ুন: শামসুন নাহার হলেও এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আটটি কেন্দ্রে ৮১০ বুথে ভোটগ্রহণ হয়, যেখানে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি।
নির্বাচনে ডাকসুর ২৮টি পদে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থী ছিলেন মোট ৬২ জন, এর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন।
এএস