ডাকসু নির্বাচন

৬ হলে ভিপি পদে বড় জয় শিবির সমর্থিত সাদিক কায়েমের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৫ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


৬ হলে ভিপি পদে বড় জয় শিবির সমর্থিত সাদিক কায়েমের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম।


এখন পর্যন্ত ঘোষিত ছয় হলের মধ্যে সাদিক কায়েম পেয়েছেন মোট ৫ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৫৫৯ ভোট। ফলে এই ছয় হল মিলিয়ে সাদিক কায়েম ৪ হাজার ১১৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।


আরও পড়ুন: শামসুন নাহার হলেও এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা


কোন হলে কে কত ভোট পেয়েছেন:


অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১। কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১,২৭০, আবিদুল ইসলাম ৪২৩। ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১। ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯। শামসুন নাহার হলে সাদিক কায়েম ১,১১৪, আবিদুল ইসলাম ৪৩৪। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১।


এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, প্রতিটি হলে সাদিক কায়েম সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলে ডাকসুর ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে।


এএস