ডাকসু ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে ভিড়, স্লোগানে মুখর ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফল ঘোষণার অপেক্ষায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট হল ছিল শিক্ষার্থী, প্রার্থী ও তাদের সমর্থকে উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ।
রাত সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণার প্রস্তুতির কথা জানিয়ে সাংবাদিকদের সিনেট হলে ডাকা হয়। তবে এ সময় সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে পড়েন। ফলে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, দাঁড়ানোর মতো জায়গাও থাকেনি।
আরও পড়ুন: ঢাবির প্রবেশমুখে ভিড় না করার অনুরোধ জানাল ডিএমপি
সর্বশেষ রাত ১২টা পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তবে ঘোষণার সময় ঘনিয়ে আসায় হলে ভেতর ও বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও উত্তেজনা আরও বেড়ে যায়। চারপাশে বিভিন্ন স্লোগানও শোনা যায়।
ডাকসু নির্বাচনে এবারের মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী পাঁচটি ছাত্রী হলে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র ১৩টি ছাত্র হলে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। এছাড়া ১৮টি হলে প্রতিটি সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়ছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।
এএস