দুমকীতে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩


দুমকীতে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার
৪২কেজি গাঁজাসহ দুই মাদককারবারি।

পটুয়াখালীর দুমকীতে ৪২কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম।


সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার লেবুখালী ভাঙ্গার মোড় কাঁঠালতলা এলকায় অবস্থান ও অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত অটোরিক্সা থেকে ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪২ কেজি গাঁজাসহ ফিরোজ খান(৪০), পিতা মৃত সলেমান খান, ৩নং ওযার্ড, শ্রীরামপুর, থানা দুমকী, জেলা পটুয়াখালী ও মো: খোকন শরীফ, পিতা মৃত মোসলেম শরীফ, ৭নং ওয়ার্ড, গ্রাম  কালিকাপুর, ইউনিয়ন মৌকরন, পটুয়াখালী সদর, নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় মূল আসামি মোঃ কালাম পিতা মুশফিকুর রহমান, ৭নং ওয়ার্ড, গ্রাম কালিকাপুর, ইউনিয়ন মৌকরন, পটুয়াখালী সদর পালিয়ে যায়। 


মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে লেবুখালী পৌঁছে দেয়া হয়।  


দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এব্যাপারে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। আসামিদের  কোর্টে চালান দেয়া হয়েছে।


আরএক্স/