নারীর প্রতি সহিংসতাই তাদের পিছিয়ে পড়ার বড় কারণ: দীপু মনি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নারীর প্রতি সহিংসতাই তাদের পিছিয়ে পড়ার বড় কারণ: দীপু মনি

সারাবিশ্বেই নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এটা দূর করতে হবে। এটাই নারীর পিছিয়ে পড়ার বড় কারণ বলেও মনে করেন তিনি।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণ ঘটছে। সারাবিশ্বে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তা নারীকে আরো পিছনে ঠেলে দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করে আরো এগিয়ে যেতে হবে।

এসময়, অর্ধশতাধিক আওয়ামী মহিলা লীগের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে অংশ নেওয়া নারীরা জানান, নারী-পুরুষ বৈষম্য নয়, দেশের অগ্রগযাত্রায় সবাই মিলে কাজ করে করতে হবে।

এ বছর নারী দিবসে জাতিসংঘের স্লোগান 'নারীর সুস্বাস্থ্য ও জাগরণ'। নারীর প্রতি সব ধরনের বৈষম্য আর অন্যায় অবসানের লক্ষে 'নারী পুরুষের সমতা, টেকসই আগামীর মূলকথা'-এ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

ওআ/