Logo

দেশে সেনা মোতায়েনে ইসিকে আইনি নোটিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, ০৫:৪৯
42Shares
দেশে সেনা মোতায়েনে ইসিকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে

বিজ্ঞাপন

দেশের জনগণের নিরাপত্তায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে— সেনা মোতায়েন চেয়ে একটি আইনি নোটিশ পাঠনো হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, “আমি এস.এম জুলফিকার আলী জুনু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান।”

বিজ্ঞাপন

আইনজীবী জুলফিকার আলী উল্লেখ করেন, “জনস্বার্থে আমার আরজি এই যে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অপরদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে।”

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, “এ অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্ক্ষা রয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।”

বিজ্ঞাপন

“দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন বা সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি।”

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, “তাই এই নোটিশ পাওয়ার পর একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD