ডিসেম্বরেই নতুন হলে উঠতে পারবে শিক্ষার্থীরা: জাবি উপাচার্য
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩
অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন হলগুলো উদ্বোধন হচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর)। উদ্বোধন শেষে এ বছরের ডিসেম্বরেই শিক্ষার্থীরা উঠতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।
সোমবার দুপুর দুইটায় (১৩ নভেম্বর) নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এর আগে, গত ১১ই আগস্ট নবনির্মিত ছয়টি হলের নামকরন করা হয়। মেয়েদের তিনটি হল ১৭, ১৮ ও ১৯ নং হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়।ছেলেদের তিনটি হল ২০, ২১ ও ২২ নং হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল।
লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অধিকতর উন্নয়নের জন্য প্রায় ১৪৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আবাসন সংকটক নিরসনে আমরা ৬টি নির্মাণ করেছি। প্রধানমন্ত্রীর আগামী ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই হলগুলোর এবং পূর্বে নির্মাণকৃত ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।'
লিখিত বক্তব্য আরও জানান, শিক্ষার্থীদের আবাসন সংকটকে আমরা গুরুত্ব দিয়েছি। এই ৬টি হলে শিক্ষার্থীরা আবাসন সুবিধা পেলে 'গণরুম' নামক সংস্কৃতির বিলোপ সাধন হয়ে পূর্বের ন্যায় আবাসিক চরিত্র ফিরে পাবে আমাদের সকলের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানটি। নবনির্মিত ছয়টি হল উদ্বোধনের মাধ্যমে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার, প্রতিটি শিক্ষার্থী পাবে তার নিজের হলে আবাসিক সুবিধা এবং শিক্ষা ও গবেষণার অসাধারণ পরিবেশ।'
আরএক্স/