Logo

ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে: ড. সায়েম আমীর ফয়সল

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, ২৩:৫৯
83Shares
ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে: ড. সায়েম আমীর ফয়সল
ছবি: সংগৃহীত

খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়ে ১৫ টাকা বেশি অর্থাৎ ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হচ্ছে। নির্ধারিত দরে লেনদেনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক করার পর দেশের ব্যাংকগুলোতে ডলার সংকট আরও প্রখর হচ্ছে। খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়ে ১৫ টাকা বেশি অর্থাৎ ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, অতিরিক্ত দামে ডলার ক্রয়ে ব্যাংকগুলোকে কঠোরভাবে সর্তক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক গুলো দাম উপেক্ষা করে ডলার ক্রয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

খোলা বাজারে ১ ডলারের মূল্য ১২৮ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা কঠিন হয়ে পড়বে। আমদানি নির্ভরশীল ব্যাবসা গুলোর ভবিষ্যৎ কী? এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খাত সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

অর্থনীতিবীদ ড. সায়েম আমীর ফয়সল বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে ১০ হাজার টাকার নোট ছাপাতে হবে। যার ফলে সামগ্রিক অর্থনীতি ধ্বসে পড়তে পারে।

তরুণ অর্থনীতিবিদ আরও বলেন, ২০২২ সালের মার্চ মাসে সাংবাদিক সম্মেলন করে আমি অনুরোধ করেছিলাম, মুদ্রানীতি প্রয়োগ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করুন এবং টাকার মূল্য ডলারের বিপরীতে স্থিতিশীল রাখুন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD