দোকান থেকে আগুন ছড়াল ঘরে, শিশুসহ নিহত ৩
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩
দোকানে আগুন, পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। তার মধ্যে একজনের বয়স ৫ বছর।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ নভেম্বর ) রাতে ভারতের ঝাড়খন্ডের ধানবাদের কেন্দুয়া মার্কেটে। সেখানকার একটি দোকানে আচমকা আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে ওপর তলায় থাকা ঘরেও।
জানা যায়, দোকানের ওপর তলায় থাকতেন ওই দোকানেরই মালিক। দোকানি সুভাষ গুপ্তর মা উমা গুপ্ত (৭০), বোন (২৩) এবং ৫ বছরের মেয়ে মৌলির মৃত্যু হয়েছে।
সুভাষ গুপ্ত, তার স্ত্রী, বৃদ্ধ বাবা এবং ২ বছরের ছেলে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা যারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। তাদের কেউ কেউ আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের চিকিৎসার জন্য শহিদ নির্মল মাহোতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দমকলের আধিকারিক জানিয়েছেন, অগ্নিকােণ্ডের ঘটনাস্থল সরু রাস্তার ভেতর হওয়ার জন্য দমকলের বড় ইঞ্জিন পৌঁছতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।
আরএক্স/