মধুপুরে ৪৮ হাজার মেট্রিক টন স্টিল রাইস সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৪ পিএম, ১৪ই নভেম্বর ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে ৪৮হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ আধুনিক স্টিল রাইস সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান মধুপুর অডিটোরিয়াম হল রুমে সরাসরি বড় পর্দায় প্রদর্শিত হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী শেষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মধুপুরের ৪৮হাজার মেট্রিন টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ আধুনিক স্টিল রাইস সাইলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তিনি জানান, যেকোনো দূর্যোগে চাল সংরক্ষণের জন্য এই স্টিল রাইস সাইলো বিরাট ভুমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইয়াকুব আলী, ডা. মীর ফরহাদুল আলম মনি, আব্দুল গফুর মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
