দূর্বৃত্তের আগুনে পুড়লো আ.লীগের নির্বাচনী অফিসসহ কাপড়ের দোকান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


দূর্বৃত্তের আগুনে পুড়লো আ.লীগের নির্বাচনী অফিসসহ কাপড়ের দোকান
কাপড়ের দোকান পুড়ে ছাঁই। ছবি: জনবাণী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভূতের মোড় সংলগ্ন বটতলায় আ.লীগের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে নির্বাচনী অফিসসহ পাশের কাপড়ের দোকানও পুড়ে ছাঁই হয়ে যায়। 


মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। 


কাপড়ের দোকানদার মো. নাছির হোসেন জানান, রাত ১টার দিকে আমার কাছে মুঠোফোনে একজন জানায় তোমার দোকান পূড়ে গেছে। খবর পেয়ে এসে দেখি আ.লীগের নির্বাচনী অফিসসহ আমার দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে তা জানি না। আগুনে পুড়ে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আ.লীগের সভাপতি তাজ উদ্দিন বলেন, আওয়ামীলীগ নির্বাচনমুখি তাই আমরা জনগণের কাছে আসি। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন বানচাল করতে পারবে না। 


আমাদের অফিসে, কে আগুন দিয়েছে তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এ বিষয়কে কেন্দ্র করে, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।


চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেলসহ আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুতই দুর্বত্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আরএক্স/