জাবিতে চট্টগ্রাম জেলাকল্যান সমিতির নতুন মুখ মাহমুদুল ও সুজয়
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চট্রগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিশবিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সওকত হোসেন (অর্থ ও ব্যাংকিং বিভাগ) এবং অধ্যাপক ড. এম শামীম কায়সার (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগ) ও সাবেক সাধারণ-সম্পাদক খালেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৭ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা হয় হয়েছে। এতে সভাপতি হয়েছেন ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো মাহমুদুল হাসান এবং সাধারণ-সম্পাদক হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী সুজয় মল্লিক।
এতে অন্যান্যদেরন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৪৮ ব্যাচের ওমর ফারুক জিহান, সমরেশ দাশ, জাহেদুল ইসলাম রাকিব, সাইমুন ইসলাম, ফাইজা শেহরিন রাইয়া, গিয়াস উদ্দীন মুন্না, মিনহাজুল কাইয়ুম,জাভিদ মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৪৯ ব্যাচের শাহরিয়া নাজিম রিয়াদ, শেখ মাশরারুর উদ্দিন, অদ্রি পাল, তানভীর মাহতাব চৌধুরী, রাহাত তাসনিম রিতু, মুমতাহিনা হক রয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাদের জেলা সমিতির এইটা ৫ম কমিটি। আমরা সাধারণত চট্টগ্রাম বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকি। বিশেষ করে এডমিশন টেস্ট চলাকালীন সময়ে চট্টগ্রাম থেকে যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের জন্য আমাদের জেলা সমিতি সর্বাত্মক সহযোগিতা করে থাকে। এর পাশাপাশি আমদের এবার আরেকটা প্ল্যান আছে যে, গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা স্কলারশিপ দেয়ার ব্যাবস্থা করবো।
এছাড়াও কোষাধ্যক্ষ, মো: আবু সাইফ নিপুণ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসন ইমরান, তানভিরুল হক সাকিব, খাইরুল বাসার, ওয়াহিদুল ইসলাম, আল হাসনাত দীপন, শাহরিয়ার সাজিদ, দপ্তর সম্পাদক ইনতিসিব আনোয়ার চৌধুরী ইভান, উপ দপ্তর সম্পাদক মো: সাকলাইন শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদুল আলম চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুন হাসান সাকিব, ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক ফয়সাল করিম সুজাত, উপ ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান আরমান, সাংস্কৃতিক সম্পাদক জারিন তাসনিম মীম, উপ সাংস্কৃতিক সম্পাদক তাসনিয়া কামাল জেরিন, পাঠচক্র বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার, উপ পাঠচক্র সম্পাদক মো: জাহিদুল ইসলাম রিয়াদ, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল্লাহ আল হাসান ইমন, উপ ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, উপবৃত্তি বিষয়ক সম্পাদক মো: ইজাজুল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আরমান, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম শাহরিয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুকন্যা, কার্যকরী সদস্য উৎস বড়ুয়া, তাওফিক এলাহী, মোহাম্মদ শাহরিয়ার হোসেন সায়েম, জিহাদুল ইসলাম অপি, ফারহানা ইয়াসমিন নিশি, কাজী ইবনুল নাফিস, জিতাদিত্য বড়ুয়া, অবদুল হামিদ আল জাবেদ, তানভীর আহমেদ,তাহমিদুল করিম চৌধুরী,খাইরুল আলম,ফাহমিদা আক্তার,ফাইরুজ হুমায়রা এশা,শজলী সালসাবিল রুইয়াত, মাইমুনা জান্নাত মুক্তা, ইরফাতুল জান্নাত তানিয়া, ফাহিমা আফরিন কমিটিতে রয়েছেন।
আরএক্স/