চিড়ার মধ্যে জাতীয় পতাকা আঁকন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মৌ

জাতীয় পতাকা আঁকন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলেন আসামরাজ্যের কাছাড়জেলার শালগঙ্গার মৌ দাস।
বিজ্ঞাপন
চিড়ার মধ্যে ৩০টি দেশের জাতীয় পতাকা আঁকন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলেন আসামরাজ্যের কাছাড়জেলার শালগঙ্গার মৌ দাস।
শালগঙ্গার কদমতলার বীরেশ্বর সরণির মেয়ে মৌ দাস। শালগঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪র্থ শ্রেনীর কর্মী কামেন্দ্র দাস ও শিলা দাসের মেয়ে মৌ দাস চিড়ার মধ্যে ৩০টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে মৌ দাস।
বিজ্ঞাপন
মৌ এই কৃতিত্বে গৌরবান্বিত সমগ্র শালগঙ্গাবাসী। এক একান্ত সাক্ষাৎকারে মৌ দাস সংবাদ মাধ্যমকে জানান, তাঁর আদর্শ মা-বাবা। তাঁর স্বপ্ন সুরলাহড়ি আর্ট অ্যান্ড কালচারাল মিশন নামের একটি স্কুল আছে।
বিজ্ঞাপন
এই স্কুলটিকে ভবিষ্যতে আরও উন্নত করে গড়ে তুলে নবপ্রজন্মকে নতুন দিশা দেখানোর।
আরএক্স/








