পুরান ঢাকায় সিএনজিতে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৯ এএম, ১৯শে নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন রাজধানীর পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরকিশায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়।
রবিবার (১৯ নভেম্বর) কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। এতে ওই অটোতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: শনির আখড়ায় বাসে আগুন
জানা যায়, অটোটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। আচমকা এ সময় অটোর সামনের গ্লাসে এসে পড়ে ককটেল। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়।
জেবি/এসবি