জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩
দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এদিন সকালে হরতালে আইনজীবী আসতে পারবেন না কারণ দেখিয়ে ৬ সপ্তাহ সময় চান জামায়াতের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর জুনিয়র জিয়াউর রহমান। তবে সময়ের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
আরও পড়ুন: অবশেষে জামিন পেলেন জবি শিক্ষার্থী খাদিজা
গেল ১২ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ৮ সপ্তাহ সময় চান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এক সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: কারামুক্ত হলেন হেলেনা জাহাঙ্গীর
গত ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দেয় জামায়াতে ইসলামী।
জেবি/এসবি