চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩


চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


সোমবার (২০ নভেম্বর)ভোর ৪টার দিকে রাস্তার মাথা উপজেলা মডেল মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।


সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৪টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দুটি ইউনিট। তারা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুনের সূত্রপাত, তা বলা যাচ্ছে না।


আরও পড়ুন: দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন


সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান গণমাধ্যমে বলেন, বাসগুলো মহাসড়কের পাশে গ্যারেজে ছিল। সেখানে পাহারাদারও ছিল। তারাও কিছু বলতে পারছে না। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।


জেবি/এসবি