গজারিয়ায় মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩


গজারিয়ায় মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি: জনবাণী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় একটি  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বাস দুর্ঘটনায় একজন নিহতসহ একই বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৩০ ঘটিকায় ঢাকা মুখী রাস্তায় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে নিহত ব্যক্তি  পথচারী  কে  নিয়ন্ত্রণ হারাবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের নাম আব্দুর রব (৬৫)।


ভবেরচর হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ  মো. হুমায় কবির জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন। 


আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠানো হয়েছে।ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত  উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়েছে।ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান গাড়ির যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে। গাড়িতে  থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে।


আরএক্স/