শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ০৬:২৮ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: জনবাণী

কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ নতুন ব্রীজ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


সোমবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।


গ্রেফতাররা হল, কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরী পাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মো: আব্দুল খালেক (২৯), একই এলাকার আবুল বাছেরের ছেলে মো. খাইরুল আমিন (৩০), কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডস্থ উত্তর নুনিয়ারছড়ার মো. হোসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দাম (২৫), কক্সবাজার শহরের পেশকা পাড়ার মৃত শাহজাহানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬), পৌরসভার ৯ ওয়ার্ডের খুইল্যা মিয়ার ছেলে মো. রায়হান (২৫) ও মহেশখালী উপজেলা দেবেঙ্গা পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।


তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশিয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট, নগদ ১৮ হাজার ৩০০ টাকা ও ৮টি মোবাইল ফোন।


কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, রবিবার রাতে একটি ডাকাত দল অস্ত্র-শস্ত্রসহ পৌরসভার কস্তুরাঘাটস্থ নতুন ব্রীজ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি দল। অভিযানে র‌্যাবের পরিস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দিক-বিদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এসময় ধাওয়া করে করে জলদুস্য সর্দার আব্দুল খালেক’সহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশিয় তৈরি ৩টি এলজি, ০৬ রাউন্ড কার্তুজ, ০১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট, নগদ ১৮ হাজার ৩০০ টাকা এবং ৮টি মোবাইল ফোন।


“ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্দীঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকান্ডে জড়িত। চক্রটি কস্তুরাঘাট নতুন ব্রীজের এলাকায় অস্ত্র-শস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করে। ইতিপূর্বে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি’র পাশাপাশি চুরি, ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করতো। গ্রেপ্তারদের মধ্যে ডাকাত দলের সর্দার আব্দুল খালেকের বিরুদ্ধে ০৯টি, সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দামের বিরুদ্ধে ০৫টি, আরিফুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং খাইরুল আমিনের বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে তথ্য পাওয়া যায় বলেও জানায় র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।”


আরএক্স/


কক্সবাজার ১

নির্বাচন পূর্ব আচরণবিধি লংঘনের দায়ে দুই প্রার্থীকে আদালতে তলব


জেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৮:৩০ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ফাইল ছবি

আচরণবিধি লংঘনের দায়ে দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দুই প্রার্থীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচন পূর্ব নির্বাচনী আচরণবিধি লঙ্গনজনিত বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে দুই প্রার্থীকে।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই ব্যাখা চাওয়া হয়েছে।


জানা যায়, গত ২৯ নভেম্বর নৌকা প্রতিকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ প্রার্থীতা পাওয়া উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় জনসমাবেশ করে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্গিত হয়েছে। 


একইভাবে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ২৭ নভেম্বর নেতাকর্মীদের নিয়ে সিস্টেম চকরিয়া কমপ্লেক্স এর সামনে জনসমাবেশ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্গন।


আদেশে আগামী ৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে দুই প্রার্থীকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আরএক্স/

মোংলা স্মার্ট বন্দর হিসেবে বিশ্বের বুকে সমুন্নত হবে: সিটি মেয়র খালেক


জেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৮:২১ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: জনবাণী

মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবুতর ও বেলুন উড়িয়ে উদযাপন করা হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী দিনে মোংলা বন্দর আরও কর্মচঞ্চল ও স্মার্ট বন্দর হিসেবে বিশ্বের বুকে সমুন্নত হবে। 


শুক্রবার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর মোংলা বন্দর উন্নয়নের অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে কাজ শুরু করে সরকার। ফলে ক্রমান্বয়ে মোংলা বন্দর গতিশীল হতে থাকে, যার কারণে প্রতি বছর বিদেশি জাহাজ, কার্গো হ্যান্ডেলিং, গাড়ি আমদানিতে রেকর্ড সৃষ্টি হচ্ছে। 


মেয়র আব্দুল খালেক আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণপ্রবাহ এ বন্দরটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বর্তমানে খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার,মোটর গাড়ি, মেশিনারিজ, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তেলবীজ, এলপিজি গ্যাস আমদানি এবং সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাকড়া, ক্লে টাইলস, রেশমী কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে মোংলা বন্দর আরও কর্মচঞ্চল ও স্মার্ট বন্দর হিসেবে বিশ্বের বুকে সমুন্নত হবে। 


মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, মোংলা বন্দরের চলমান ড্রেজিংয়ের ফলে সম্প্রতি ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মানা সরাসরি মোংলা বন্দরে আগমন করে। এ ছাড়াও প্রথমবারের মতো বন্দর জেটিতে ৮ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভিড়েছে। ২০২২-২৩ অর্থবছরে বন্দরে ৮২৭টি বাণিজ্যিক জাহাজ আগমন করে এবং ৯৯ দশমিক শূন্য ৫ লাখ মেট্রিক টন কার্গো, ২৬ হাজার ৫৮৩টি কন্টেইনার হ্যান্ডেলিং, ১৩ হাজার ৫৭৬টি গাড়ি আমদানি এবং ৩০ হাজার ২৪১ দশমিক ৬৮ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি করপোরেশন মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তালুকদার আব্দুল খালেক ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ছাড়াও বিভাগীয় প্রধানসহ ব্যবসায়ীনেতারা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে জানানো হয়, মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলামান রয়েছে। এ ছাড়া বন্দর চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ, কার্গো ও কন্টেইনার সংরক্ষণের সুবিধাদি বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম সংগ্রহসহ নিরাপত্তা নিশ্চিতকরণ করা হবে। 


এ ছাড়া আধুনিক কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং যন্ত্রপাতি সংগ্রহ, জয়মনিরঘোলে কার ইয়ার্ড নির্মাণ, জয়মনিরঘোলে মাল্টি-পারপাস জেটি নির্মাণ, আকরাম পয়েন্টে ভাসমান জেটি নির্মাণ (সমীক্ষায় সুপারিশকৃত হলে), হিরণ পয়েন্ট পাইলট স্টেশনের উন্নয়ন ও সম্প্রসারণ এবং জ্যাফর্ড পয়েন্টে লাইট হাউজ ও ভবন নির্মাণ, যাবতীয় সুবিধাদিসহ হেলিপ্যাড ও হ্যাঙ্গার নির্মাণ ও হেলিকপটার ক্রয়, উদ্ধারকারী জলযান সংগ্রহ করা হবে। 


অনুমোদনের অপেক্ষায় রয়েছে মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন (জিটুজি প্রকল্প) মোংলা বন্দর চ্যানেলে পাঁচ বছর মেয়াদি সংরক্ষণ ড্রেজিং প্রকল্প, পশুর চ্যানেলে নদী শাসন এবং মোংলা বন্দরের আরও সম্প্রসারণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প। 


এসব প্রকল্প সম্পন্ন হলে মোংলা বন্দরের চ্যানেলে ৮ দশমিক ৫ সিডি গভীরতা অর্জিত হবে। এতে ১০ মিটার গভীরতার জাহাজ মোংলা বন্দরে হ্যান্ডেলিং করা সম্ভব হবে। এ ছাড়া মোংলা বন্দরে বার্ষিক প্রায় আট লাখ টিইউজ কন্টেইনার চার কোটি মেট্রিক টন কার্গো এবং ৩০ হাজার গাড়ি হ্যান্ডেলিংয়ের সক্ষমতা সৃষ্টি হবে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে। 


১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি গঠন করা হয়।


আরএক্স/

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে ২৩ প্রার্থী


জেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৭:২৬ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে ৩টি আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে সাত জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাত জন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে তারা উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করে।


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সাত জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা অওায়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, এনপিপির নাহিদ আহমেদ, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।


চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন প্রার্থী। তার হচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কনগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির প্রার্থী মানিক, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান।


চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন। তারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকর প্রার্থী এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির আব্দুর রহিম মনোনয়নপত্র দাখিল করেছেন।


আরএক্স/

চায়ের টেবিলে জাতীয় নির্বাচনী আমেজ


উপজেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৭:১৯ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: জনবাণী

পাঁচ বছর পরে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে বরগুনা-১ আসনে (বরগুনা সদর-আমতলী-তালতলী) আওয়ামীলীসহ ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। সরকার গঠনের নির্বাচন হওয়ায় আমেজ ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। প্রত্যাশা শুধু একটাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ চান ভোটররা। এই আলোচনা এখন সকল চা দোকানে ও টেবিলে।


জানা যায়, বরগুনা-১ আসনে (বরগুনা সদর-আমতলী-তালতলী) ছয় বারের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আবারও নৌকার মাঝি হয়েছেন। তাকে ঠেকাতে মাঠে আওয়ামীলীগের হেভিওয়েট তিন জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 


তারা হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য গোলাম সরোয়ার ফোরকান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। 


এছাড়াও জাতীয় পার্টির এইচ এম খলিলুর রহমান, জাকের পার্টির মো. জাহাঙ্গীর কবির, ন্যাশনাল পিপলস্ পাটির মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মাসুদ কামাল, তৃনমূল বিএনপির ইউনুস সোহাগ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহ মো. আবুল কালাম ও স্বতন্ত্র মো. নুরুল ইসলাম মনোনয়ন দাখিল করেন। 


এই ১১ জন মনোনয়ন দাখিল করার পর পরই শুরু হয়েছে চায়ের দোকানে নির্বাচনী আমেজ। কেউ তার পছন্দের  প্রার্থীর পক্ষে কথা বলে তার সাফাই গাইছেন আবার অপর একজন অন্য প্রার্থীর ভূয়সী প্রশংসার করছেন। দোকান গুলোতে চা-সিগারেট পান করতে করতে অনেকেই নির্দ্বিধায় কোন একটি প্রার্থীর পক্ষে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তবে সকল ভোটারদের একটাই প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ।

  

এদিকে বরগুনা-১ আসনে তিনটি উপজেলার ভেতরে বরগুনা সদর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীসহ ৮ জন প্রার্থী রয়েছে। আমতলীতে দুই জন স্বতন্ত্র প্রার্থী ও তালতলীতে মাত্র একজন জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। এজন্য যেই সংসদ সদস্য নির্বাচিত হবে তাকে তালতলী উপজেলার ভোটারদের ওপরেই নির্ভর করতে হবে বলে জানান স্থানীয় ভোটাররা।


তালতলী উপজেলার লাউপাড়া বাজারের বিভিন্ন চা দোকানে গিয়ে দেখা যায় চা সেবীদের আড্ডা। বাজারের দক্ষিণ পাশের একটি চা দোকানে অন্তত ১০-১২জন বিভিন্ন বয়সী ভোটার নির্বাচন নিয়ে আলোচনা করছেন। ভোটাররা কেউবা এগিয়ে রাখছেন আওয়ামী লীগ প্রার্থীকে আবার কেউবা এগিয়ে রাখছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীকে। ভোটাররা বর্তমান সংসদ সদস্যর উন্নয়ন নিয়েও বেশ আলোচনা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে সৎ ও আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করতে চায় সাধারণ ভোটাররা।


তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকুজ্জামন তনু বলেন, এই সরকারের আমলে তালতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তালতলী উপজেলা একটি মডেল উপজেলা হবে।


আরএক্স/

প্রাইভেট কার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১


উপজেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৪:২৪ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: জনবাণী

বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা সহ মো. আরিফ হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করে রাজাপুর থানা পুলিশ। 


শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয় এবং গাঁজা বহনে ব্যাবহারিত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত আরিফ রাজাপুর উপজেলার সাংগড় এলাকার মোঃ হেমায়েত উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। 


রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা সহ আরিফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক কারবারি আরিফের সাথে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আরএক্স/