রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারি ব্র্যাক কর্মী আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারি ব্র্যাক কর্মী আটক
ব্র্যাকের মাঠ কর্মী মো. আরিফ উল্লাহ। ছবি: জনবাণী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা ব্র্যাকের মাঠ কর্মী হিসেবে কর্মরত মো. আরিফ উল্লাহ (২৫) কে দেশীয় তৈরি ২ টি এলজি বন্দুকসহ আটক করেছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে। এনজিও কর্মী হলেও দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে আসছিল এই যুবক।


সোমবার (২০ নভেম্বর) দিনগত রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীস্থ ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে এ যুবককে আটক করা হয়। 


মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।


আটক মো. আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। গত ২ বছর ধরেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্র্যাকের মাঠ কর্মী হিসেবে কর্মরত রয়েছেন।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, এনজিও কর্মী হলেও এই যুবক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে এই যুবককে আটকের চেষ্টা করলেও পুলিশ অনেকবার ব্যর্থ হয়। 


সর্বশেষ সোমবার রাতে ২ টি এলজি বন্দুক সহ আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছে সে। বলেছে, মহেশখালী থেকে ক্রয় করে বেশি দামে রোহিঙ্গাদের অস্ত্র বিক্রি করে আসছিল। এনজিও কর্মী হওয়ার সুবাদে তাকে কেউ সন্দেহ না করায় এমন কাজ করতে সক্ষম হয়েছে।


মিজানুর রহমান জানান, এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে যুবককে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


আরএক্স/