ভোলার লালমোহনে বোমা বিস্ফোরণে, নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩
ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনির বয়াতি একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম।
ওসি মাহাবুব জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় ঘরে মনির ও ফিরোজ ককটেল তৈরি করছিলেন। রাত ২টার দিকে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়।
এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএক্স/