কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’র আত্মপ্রকাশ ঘটেছে। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি। তবে জোটের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস কনফারেন্সের বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ জোটের ঘোষণা দেন।
আরও পড়ুন: দেশে র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন
এর আগে, মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস কনফারেন্সে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হবে।
জেবি/এসবি