বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইবির বঙ্গবন্ধু হল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত হলের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হলটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনাসভায় হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলের প্রভোস্টবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দের হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের মুজিবসেনা স্মৃতি কথা নামক স্মৃতিস্মারক উন্মোচন করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন বলেন, এই ঘরের(হল) সুনাম তোমাদের মাধ্যমেই হবে। হলের নামটাই জাতির পিতার নামে সুতরাং সেই আদর্শের ভূমিকা রাখবে। আমি হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীরা কোনো অভিযোগ করেনি। কেন করেনি জানি না, তবে একটা কথা বলব- অধস্তন কর্মকর্তা আমার শিক্ষার্থীদের যেন আমার রুমে আসার ব্যাপারে বাঁধা না দেয়। আমি সবসময় তোমাদের জন্য আছি। যদিও সুপেয় পানির সংকট আছে, সকল হল প্রভোস্টরা বসে ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এই হলের আন্তর্জাতিক ব্লগের একাংশে পুলিশ থাকে। তাদেরকে সরিয়ে ডাইনিং রুম বানিয়ে বর্তমান ডাইনিং রুমটা আমার শিক্ষার্থীদের জন্য খেলাধুলার রুম করে দিতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ৯২ সালে মার্স্টার্স শেষে আমি যখন সাদ্দাম হল থেকে বিদায় নেয় তখন হলের শিক্ষকরা শুধু আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলো যেখানে যাও সেখানে সফল হও। তখনকার বিদায় আর এখনকার বিদায়ের মধ্যে অনেক তফাৎ।
তিনি শিক্ষার্থীদেরকে বলেন, তোমাদের উপর নির্ভর করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনাগত ভবিষ্যৎ ও সুনাম। আমার প্রত্যাশা থাকবে নিজেদের স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আকাশের তারা হিসেবে জ্বলবে। যেখানে যাও নিজেকে, সমাজকে ও দেশকে ভালোবাসো। দেশের জন্য কাজ করো।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন জ্ঞান, গৌরব অর্জনের তৃষ্ণা নিয়ে। আমরা প্রত্যাশা করছি আপনারা বেরিয়ে যান তৃপ্ত হয়ে, বিলিয়ে দিবেন নিজেকে সবার সহযোগিতায়। আর এটা যদি করতে হয় তাহলে তোমরা নিজেদেরকে ভাববে নগণ্য আর অন্যরা তোমার নাম নিয়ে যেনো বলে ধন্য ধন্য।
এছাড়াও তিনি বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করা। এই পর্বতসম মানুষটি সারাজীবন নিজেকে মানবসেবায় বিলিয়ে দিয়েছেন। আমি প্রত্যাশা করবো, তার নামে এই হলের একজন ছাত্র হিসেবে তোমরা সবাই মানবসেবায় নিয়োজিত থাকবে।
আরএক্স/