মিরসরাইয়ে লরি চাপায় প্রাণ গেল ৩ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩


মিরসরাইয়ে লরি চাপায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। 


শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন- আলমগীর হেসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া ( ৩৫)। তারা সবাই কর্ণফুলী গ্যাস লাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মিরসরাইয়ে ৪ পা নিয়ে কন্যা শিশুর জন্ম


জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহতাবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান ও মাইক্রোবাসচালক দায়ী


জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, “আমরা লরিটি আটক করেছি। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”


জেবি/এসবি