মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুজাহিদুল ইসলাম তানভির (০৫)। সে খাগড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
নিহত শিশুর প্রতিবেশি বেলাল হোসেন বলেন, শিশু তানভিরকে বাড়িতে রেখে তার মা নাবিলা বেগম বেলা সাড়ে ১০টার দিকে গরু নিয়ে মাঠে যায়। এসময় শিশুটিও একই পথ ধরে মাঠের দিকে যাচ্ছিল। পথে পুকুরের পানিতে পড়ে শিশুটি ডুবে যায়।
শিশুটির দাদা নসিউত সরদার বলেন, ‘আমরা শনিবার সকাল থেকেই মাঠে ধান কাটার কাজ করছিলাম। সেখানে জানতে পারি নাতি তানভিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির অদুরে পুকুরে তল্লাশী চালিয়ে নাতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে এখনো আতঙ্ক

সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা, গ্রেপ্তারে পুলিশি অভিযান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু
