প্রায় ১৫ ঘন্টা পর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৫ পিএম, ২৬শে নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের গচিহাটা রেল স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
উদ্ধারকারী ট্রেন রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে ট্রেনটির ইঞ্জিনসহ বগি দুটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনে পৌঁছার আগে লাইনের পয়েন্টে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
