ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩
ভোলার লালমোহন উপজেলায় আজ যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মো. হাসনাইন (৭) ও মো. জব্বার (৫৫)। জব্বার লালমোহন পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও হাসনাইন ৫নং ওয়ার্ডের ভুট্রুর ছেলে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আখতার জানান, আজ সকালে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন উপজেলা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে লাঙ্গলখালী স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে গুরুতর আহত হাসনাইন ও জব্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। এছাড়া পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরএক্স/