জাবিতে বিতর্কের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতি ও বিশ্বায়নের ধারা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩
স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে দুই দিনব্যাপী আন্তঃক্লাব বির্তক প্রতিযোগিতা 'মুক্ত বাজার পরিবেশবাদ' স্লোগানে বিতর্কের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল পর্বে বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিবেটিং সোসাইটি অব ইকোনমিকস (ডিএসই)।
রবিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে 'বিচারের সাথে স্বাধীনতা নিয়ে আসা' স্লোগানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা তুলে দেয়া হয়৷
এবারের আসরে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাজিম হোসেন এবং ডিবেটর অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফারিম আহসান।
এর আগে, ২৪ নভেম্বর প্রতিযোগিতার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্রে 'মুক্ত বাজার পরিবেশবাদ' স্লোগানে বিতর্কের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন হল ও বিভাগের মোট ১৬ টি বিতার্কিক দল অংশগ্রহন করে। ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ।
প্রতিযোগিতার ইভেন্ট ইনচার্জ ও স্টুডেন্ট ফর লিবার্টির লোকাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম শান্ত বলেন, 'এবারের আয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও হলের শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিতর্কের গতানুগতিক ধারার বাইরে গিয়ে তাদের মাঝে মুক্ত বাজার অর্থনীতি ও বিশ্বায়নের ধারা পৌছে দিতে পেরেছি। এ আয়োজন শিক্ষার্থীদের আরো বেশি প্রাণবন্ত ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি৷'
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার, মো. সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের সদস্যরা।
আরএক্স/