Logo

রাস উৎসব থেকে দুই নাতি ফিরলেও ফিরলেন না দাদা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ০২:৪৪
27Shares
রাস উৎসব থেকে দুই নাতি ফিরলেও ফিরলেন না দাদা
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে পাশ্ববর্তী হারবাং ইউনিয়নের ধর পাড়ায় রাস মহোৎসব চলছে।

বিজ্ঞাপন

দাদা পরিমল কান্তি দে দুই নাতিসহ গিয়েছিলেন রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত রাস মহোৎসব দেখতে। রাতে রাস মহোৎসব দেখে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন দুই নাতিসহ পরিমল। তবে সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহি বাসের চাপায় পরিমল নিহত হলেও অল্পের জন্য রক্ষা পান সাথে থাকা দুই নাতি। ফলে দুই নাতি ফিরলেও জীবিত ফিরলেন না দাদা পরিমল।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত পরিমল কান্তি দে (৬৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম হিন্দু পাড়া এলাকার মৃত ক্ষেমশ চন্দ্র দের পুত্র।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে পাশ্ববর্তী হারবাং ইউনিয়নের ধর পাড়ায় রাস মহোৎসব চলছে। সোমবার রাতে দুই নাতিসহ পরিমল কান্তি দে রাস মহোৎসবে যায়। ওইদিন রাতে প্রসাদ গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তারা। হারবাং স্টেশন থেকে ম্যাজিক গাড়িতে করে তারা তিনজন বরইতলী স্টেশনে নেমে যান। পরে তারা সড়ক পারাপার করতে গেলে পরিমলের সাথে থাকা দুই নাতি একটু পিছনে সরে যাওয়ায় তারা রক্ষা পেলেও বাস চাপায় নিহত হন পরিমল। 

ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পরিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD