দর্শনা সীমান্তে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩


দর্শনা সীমান্তে  ৯৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
ছবি: জনবাণী

চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর  সীমান্ত থেকে প্রায় ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ছোট-বড় ৯৬টি স্বর্ণের বারসহ নাজমুল ইসলাম(৩১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 


মঙ্গলবার (২৮ নভেম্বর ) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা কার্পাসডাঙ্গা সড়কের রুদ্রনগর গ্রামের পাকা রাস্তার উপর মোটরসাইকেলসহ তাকে আটক করে। আটককৃত চোরাকারবারি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচার হবে গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারতে পাচারের সময় ৯৬ট ছোট-বড় স্বর্ণের বারসহ নাজমুল ইসলামকে আটক করে বিজিবি। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি টাকা।


তিনি আরও জানান, আটক নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। 


জেবি/এসবি