Logo

ভোলার ৪ টি আসনে জাতীয় পার্টির চমক

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৩, ০২:৪১
25Shares
ভোলার ৪ টি আসনে জাতীয় পার্টির চমক
ছবি: সংগৃহীত

পোস্টার ব্যানার ফেস্টুনে তাদের দেখা গেলেও মাঠে তেমন সক্রিয় থাকতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে জাতীয় পার্টির আলোচিত অনেকেই দলীয় মনোনয়ন থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছেন। এটি একটি চমক বলেও জানান দলের নেতাকর্মীরা। বাদ পড়াদের মধ্যে রয়েছেন  ভোলা-১ আসনে আজিম গোলদার, ভোলা-৩ আসনে নুরুনবী সুমন, ভোলা-৪ আসনে কেফায়েত উল্লাহ নজিব। 

প্রায় মাস খানেক আগে থেকে এদের দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালাতে দেখা গেলেও মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন তারা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণাও দিলেও শেষ পর্যন্ত দলীয় আনুষ্ঠানিক ঘোষণায় এদের নাম না-থাকায় এদের সমর্থকরা হতাশ হন। গেল নির্বাচনেও এরা প্রার্থী হয়ে ছিলেন। পোস্টার ব্যানার ফেস্টুনে তাদের দেখা গেলেও মাঠে তেমন সক্রিয় থাকতে দেখা যায়নি। 

বিজ্ঞাপন

এবার কয়েকটি আসনে নতুন মুখ দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মো. মিজানুর রহমান। দলীয় মনোনয়নপ্রত্যাশী আজিম উদ্দিন আজিম গোলদার জানান, তিনি দলীয় মনোনয়ন ফরম নিতে বিলম্ব করায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেক পার্টির সভাপতি মো. শাজাহানকে  ভোলা-১ আসনের জন্য দেওয়া হয়। আজিম গোলদার, কেফায়েতউল্লাহ নজিব ও নুরুনবী সুমন এক জোট হয়ে শেষ পর্যন্ত  নির্বাচনে প্রার্থী হবেন বলেও এ প্রতিবেদককে জানান।

বিজ্ঞাপন

এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভোলায় লাঙ্গল প্রতীকে নির্বাচন করার টিকিট পেয়েছেন, ভোলা-১ আসনে মো. শাহাজান, ভোলা-২ আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান, ভোলা-৩ আসনে মাওলানা আবুল কালাম, ভোলা-৪ আসনে উপজেলা কমিটির সম্পাদক মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD