সোনারগাঁয়ে ট্রাকে আগুন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে দগ্ধ হয়েছেন ট্রাকটির হেল্পার সায়মন (২৪)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাত ৯টা ৪০মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পাকুন্দা ও শিরাবো এলাকার মাঝামাঝিতে রাস্তার উপর একটি চলন্ত মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটির হেল্পার সায়মনকে উদ্ধার করে দগ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
তিনি বলেন ট্রাকে কারা, কীভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি,তবে এটি রাজনৈতিক সহিংসতার বলে প্রাথমিক ধারণা করেন ওই পুলিশ কর্মকর্তা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায় এবং দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে এখনো আতঙ্ক

সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা, গ্রেপ্তারে পুলিশি অভিযান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু
