পাঁচবিবির কড়িয়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


পাঁচবিবির কড়িয়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি: জনবাণী

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২৩ সালের  আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায়  মাদ্রাসা প্রাঙ্গনে অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  


অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার  ভাইস প্রিন্সিপাল মাওলানা তোয়া আলম, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আজাদ আলী, বর্তমান সভাপতি আব্দুল হালিম সাবু, অত্র  মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা  শাহনুর রহমান সহ আরো অনেকে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা রেজাউল করিম।


উল্লেখ্য যে এ মাদ্রাসা  হতে ২০২৩ সালে  আলিম পরীক্ষায় ৫৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মাদ্রাসাটির ফলাফলে জেলার মধ্যে এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে।


আরএক্স/