মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছাল
মির্জা আব্বাস - ফাইল ছবি

তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।


রায় তৈরি না হওয়ায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম নতুন দিন ধার্য করেন।


এর গেল ২২ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষ করেছে বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তিতর্ক শেষে আদালতের কাছে মির্জা আব্বাসের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে বাদীপক্ষ।


আরও পড়ুন: হাইকোর্টে জিতলেন ড. ইউনূস


ওই দিন আদালতে শুনানিতে আব্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।


আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড


এরপর মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ২০০৭ সালের আগস্টে মামলাটি করা হয়। 


জেবি/এসবি