রাজাপুরে উৎসবমুখর পরিবেশে মনিরের মনোনয়নপত্র দাখিল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩
রাজাপুর ও কাঁঠালিয়া জুড়ে মোটর শোভাযাত্রা আর স্লোগানে মুখরিত ছিলো সড়ক ও মহাসড়ক।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দিনব্যপী এ অঞ্চলের আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছিলো উৎসবের আমেজ।
সংসদীয় এ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনিরের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করেই উৎসবমূখর এই পরিবেশ সৃষ্টি হয়। ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় সহকারী রিটার্ণিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামান মনির স্বতন্ত্র নির্বাচন করার কারন ব্যাখ্যা করে গনমাধ্যমকে জানান, 'দলীয় মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবেনা আওয়ামী লীগের। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না আসে এমনটাই দলীয় প্রধানের নির্দেশনা ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দূরদর্শী সিদ্ধান্তে রাজাপুর-কাঁঠালিয়ার সর্বস্তরের জনগণের সমর্থনে আমি প্রার্থী হয়েছি।
আরএক্স/