শেরপুর জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২৯ এএম, ১লা ডিসেম্বর ২০২৩

শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুল রশিদ শ্যামল এবং সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে উক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি এ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।
অপরদিকে জায়েদুল রশীদ শ্যামল শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসন থেকে তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য নকলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন পত্র জমা দেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রামগড় বারৈয়ারহাট সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

অফিস সহায়কদের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার প্রদান, জুলাই যোদ্ধাদের ক্ষোভ

জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কিশোরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
