চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ পিএম, ২রা ডিসেম্বর ২০২৩

দামুড়হুদায় পাওয়ারট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আইনুর বিশ্বাস (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবার জানান, শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আইনুর তার চাচা মামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে যান। ফুল কিনে সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা সড়কের কোমরপুর ঈদগার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়াট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের অপর পাশে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ ডিসেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়।
এই বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

চুয়াডাঙ্গায় তালাক সুনামি: বছরে ৮ হাজার বিয়ে, ৫ হাজার বিচ্ছেদ
