শ্রীপুরে ইঁদুরের বিষপানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


শ্রীপুরে ইঁদুরের বিষপানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
নিহত স্কুল ছাত্র সুমন। ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এম সি বাজার এলাকায় মো. সুমন মিয়া (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী ইঁদুরের বিষপানে আত্মহত্যা করেছেন।


শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নে এম সি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত স্কুল ছাত্র উপজেলার এম সি বাজার এলাকার হাজী ছোট্র কালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের মুদি দোকানি মো. রানা মিয়ার ছেলে।  তার বাবা সাখাওয়াতখানের বাসায় ভাড়া থেকে এম সি বাজার সবুজ খানের মার্কেটে মুদি দোকানদারি করতেন।


স্থানীয়রা জানায় শুক্রবার বিকেল তিনটার দিকে ছেলেটি ইঁদুরের বিষ খেয়েছিল ,তারপর অবস্থার সংকটজনক হওয়ায় তাকে তার বাবা ও আত্মীয়-স্বজনরা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে আজ শনিবার বেলা ১১টার দিকে ছেলেটি  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয়দের ধারণা ছেলেটি কোন প্রেম গঠিত ব্যাপারে আত্মহত্যা করছে। 


শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ছেলেটি বিষপানে আত্মহত্যা করেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি দেখা হবে।


আরএক্স/