নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

নওগাঁর জেলার মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 


শনিবার (২ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়া হয়। 


পুলিশ জানায়, রাতে হাট চকগৌরি এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিলো। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 


মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাট চকগৌরি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে স্থানীয়রা প্রথমেই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলো। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌছাঁনোর আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে।


উল্লেখ্য: রবিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে মহাদেবপুরে ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটল। 


আরএক্স/